1. [email protected] : admin :
  2. [email protected] : Karatoa School : Karatoa School
করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগতম
  • রিসেপশন
  • +88-051-65539, +8801713-228443
  • ই-মেইল
  • E-mail:[email protected]
  • অফিস: লোকেশন
  • Jamilnagar, Bogra, Bangladesh
  • ক) করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যমান স্কুলগুলোর সাথে এই স্কুলের প্রধান পার্থক্য হলো এতে কেবল কম্পিউটার বিজ্ঞানকে বিষয় হিসাবেই শেখানো হয় না, কম্পিউটারকে শিক্ষা উপকরণ হিসাবে ব্যবহার করে অন্যান্য বিষয়ে দেখানো হয়।

    খ) শিক্ষার জন্য শিক্ষামুলক সফ্টওয়্যার নিজস্ব ল্যাবে বিশ্বমানের সফ্টওয়্যার সমূহ ব্যবহার করা হয়। গ্রাফিক্স ডিজাইন, মাইক্রোসফ্ট অফিস, পাওয়ার পয়েন্ট, নেটওয়াকিং ইন্টারনেট এর ব্যবহার শেখানো হয়।

    গ) বোর্ডের নিয়মানুসারে শ্রেণিতে পাঠ্যদান করানো হয়। বই, খাতা, কলম, পেন্সিল, রং তুলি ইত্যাদি দিয়ে ক্লাসের অন্যান্য স্কুলের ন্যায় শিক্ষা দান করা হয়। এছাড়াও ছাত্র-ছাত্রী প্রতিটি বিষয় কম্পিউটারের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে থাকে এবং প্রজেক্টরের মাধ্যমে শ্রেণিতে পাঠদান করানো হয়।

    ঘ) পাঠ্যসূচীর নির্ধারিত বিষয় ছাড়াও শিক্ষর্থীদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে আবৃত্তি, নৃত্য, সংগীত ও ছবি আঁকা শেখানোর জন্য রুটীন অনুযায়ী পৃথক ক্লাস ও অন্যান্য শিক্ষক রয়েছেন। রুটীন মাফিক ঊহমষরংয ঝঢ়ড়শবহ ক্লাসের ব্যবস্থা আছে। এ ছাড়াও প্রতি বছর আনুষ্ঠানিকভাবে সংগীত, নৃত্য, কবিতা অভিনয়, ছবি আঁকা, শরীর চর্চা ও খেলাধূলা ইত্যাদির প্রতিযোগীতা হয়ে থাকে। ছাত্র-ছাত্রীদের পুর®কৃত করা হয়। প্রতি বছর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক মিলাদ, বনভোজন এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

    ঙ) স্বল্প মেধা সম্পন্ন ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রয়োজনে ছুটির পর পৃথকভাবে ক্লাসের ব্যবস্থা করা হয়।

    চ) অভিভাবকদের মতামত ও পরামর্শ গ্রহনের নিয়মিত অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে অভিভাবকগণ তাদের নিজস্ব মতামত তুলে ধরতে পারেন। এ লক্ষ্যে স্কুলের তৃতীয় তলায় ও পঞ্চম তলায় রয়েছে দুটি সুবিশাল মিলনায়তন। এছাড়াও এ স্কুলের ছাত্র-ছাত্রীগণ প্রতি বছর প্রতিটি জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

    ছ) ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা আছে।

    জ) প্লে-নার্সারী ক্লাসে সাধারণ বই, কম্পিউটার, প্রজেক্ট ও সিডির মাধ্যমে শিক্ষা দেওয়া হয়ে থাকে।

    ঝ) অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পি.এস.সি, জি.এস.সি, এস.এস.সি, ও এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।

    ঞ) বিভিন্ন ধরনের সহস্রাধিক বই সমৃদ্ধ লাইব্রেরীতে ছাত্র-ছাত্রীদের রুটীন মাফিক বই পড়ার ব্যবস্থা আছে।

    ট) ইংরেজীতে কথা বলতে পারা সহজ করতে ছাত্র-ছাত্রীদের ঊহমষরংয ঝঢ়ড়শবহ ক্লাস রুটীন মাফিক করা হয়।

    ঠ) বাংলা, ইংরেজী হাতের লেখা সুন্দর করতে হাতের লেখার নিয়মিত ক্লাসের ব্যবস্থা আছে।